১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতি নয়, ব্যর্থতার দায়ে ফারুককে অপসারণ: ক্রীড়া উপদেষ্টা

দুর্নীতি নয়, ব্যর্থতার দায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দেশের ক্রীড়া প্রশাসনের এই অভিভাবক। পুরস্কার বিতরণ শেষে উপস্থিত গণমাধ্যমকে তিনি বিসিবির বড় পদে পরিবর্তণের কারণ ব্যাখ্যা করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, “আপনারা দেখেছেন বিগত নয় মাসে বিসিবিতে নতুন নেতৃত্ব আসার পরে আমাদের প্রত্যাশামতো ক্রিকেটের উন্নয়ন আমরা দেখিনি। বরং পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর থেকে পারফরমেন্সে অবনতি হচ্ছে।”

তিনি আরও বলেন, “যাদের কথা শুনে ফারুক আহমেদকে মনোনয়ন দিয়েছিলাম, পরে তার প্রশাসনিক কর্মকাণ্ডে আমরা সেই যোগ্যতা দেখতে পাইনি। বিপিএলে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও পারফরমেন্সের ঘাটতির কারণে আটজন পরিচালক অনাস্থা দিয়েছেন। এরপর এনএসসি তাদের এখতিয়ার অনুযায়ী ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করেছে।”

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যেই বিসিবি সভাপতি পদে ফারুক আহমেদকে বসিয়েছিলেন ক্রীড়া প্রশাসন। ৯ মাসের মাথায় সরকার থেকেই পরিবর্তন আনা হয়েছে বিসিবির শীর্ষ পদে। ফারুক আহমেদকে সরিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ তাদের পরিচালক পদে মনোনয়ন দিয়েছে আরেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলকে। শুক্রবার বিসিবির পরিচালনা পর্ষদ সভা করে নতুন পরিচালক বুলবুলকে সভাপতি নির্বাচিত করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আপনিও পেতে পারেন ৯ কোটি টাকা থাকে যদি পুরনো ১ টাকার কয়েন

দুর্নীতি নয়, ব্যর্থতার দায়ে ফারুককে অপসারণ: ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময়ঃ ১০:৩৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

দুর্নীতি নয়, ব্যর্থতার দায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দেশের ক্রীড়া প্রশাসনের এই অভিভাবক। পুরস্কার বিতরণ শেষে উপস্থিত গণমাধ্যমকে তিনি বিসিবির বড় পদে পরিবর্তণের কারণ ব্যাখ্যা করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, “আপনারা দেখেছেন বিগত নয় মাসে বিসিবিতে নতুন নেতৃত্ব আসার পরে আমাদের প্রত্যাশামতো ক্রিকেটের উন্নয়ন আমরা দেখিনি। বরং পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর থেকে পারফরমেন্সে অবনতি হচ্ছে।”

তিনি আরও বলেন, “যাদের কথা শুনে ফারুক আহমেদকে মনোনয়ন দিয়েছিলাম, পরে তার প্রশাসনিক কর্মকাণ্ডে আমরা সেই যোগ্যতা দেখতে পাইনি। বিপিএলে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও পারফরমেন্সের ঘাটতির কারণে আটজন পরিচালক অনাস্থা দিয়েছেন। এরপর এনএসসি তাদের এখতিয়ার অনুযায়ী ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করেছে।”

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মধ্যেই বিসিবি সভাপতি পদে ফারুক আহমেদকে বসিয়েছিলেন ক্রীড়া প্রশাসন। ৯ মাসের মাথায় সরকার থেকেই পরিবর্তন আনা হয়েছে বিসিবির শীর্ষ পদে। ফারুক আহমেদকে সরিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ তাদের পরিচালক পদে মনোনয়ন দিয়েছে আরেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলকে। শুক্রবার বিসিবির পরিচালনা পর্ষদ সভা করে নতুন পরিচালক বুলবুলকে সভাপতি নির্বাচিত করা হয়।