১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুখ্যাত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং’ নেতা ইলিয়াস মোল্লা গ্রেপ্তার

গাজীপুরের বাঘের বাজার ও মাস্টারবাড়ি এলাকার কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ‘কিশোর গ্যাং’-এর হোতা ইলিয়াস মোল্লা ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার ২টার দিকে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইলিয়াস মোল্লা, তার সহযোগী অপু, নাহিদ ও জাহিদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাঘের বাজার, মাস্টারবাড়ি এলাকার কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ‘কিশোর গ্যাং’-এর হোতা ইলিয়াস মোল্লা ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ইলিয়াস মোল্লার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ধরে বাঘের বাজার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জায়ান্ট টেক্সটাইল এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে সেনা টহলের সামনেই দেশীয় অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাস চালানোর অভিযোগও রয়েছে।

এ ছাড়া ইলিয়াস মোল্লার বিরুদ্ধে জয়দেবপুর থানায় সন্ত্রাস, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪টি মামলা রয়েছে।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত চাঁদাবাজ ইলিয়াস মোল্লা ও তার তিন সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ভোরে তাদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আপনিও পেতে পারেন ৯ কোটি টাকা থাকে যদি পুরনো ১ টাকার কয়েন

কুখ্যাত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং’ নেতা ইলিয়াস মোল্লা গ্রেপ্তার

আপডেট সময়ঃ ১২:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

গাজীপুরের বাঘের বাজার ও মাস্টারবাড়ি এলাকার কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ‘কিশোর গ্যাং’-এর হোতা ইলিয়াস মোল্লা ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার ২টার দিকে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইলিয়াস মোল্লা, তার সহযোগী অপু, নাহিদ ও জাহিদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাঘের বাজার, মাস্টারবাড়ি এলাকার কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ‘কিশোর গ্যাং’-এর হোতা ইলিয়াস মোল্লা ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ইলিয়াস মোল্লার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ধরে বাঘের বাজার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জায়ান্ট টেক্সটাইল এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে সেনা টহলের সামনেই দেশীয় অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাস চালানোর অভিযোগও রয়েছে।

এ ছাড়া ইলিয়াস মোল্লার বিরুদ্ধে জয়দেবপুর থানায় সন্ত্রাস, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪টি মামলা রয়েছে।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত চাঁদাবাজ ইলিয়াস মোল্লা ও তার তিন সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ভোরে তাদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।