অন্যান্য

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত নরসিংদীর সুমন,টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা, স্বজনদের আহাজারি

বিশেষ প্রতিনিধিঃ

Play Video

হাবিব উল্লাহ,

Play Video

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মোঃ সুমন মিয়া (৪০) নামে এক রেমিট্যান্স যোদ্ধা। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Play Video

আহত সুমন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর নগর এলাকার আব্দুস সাত্তার এর ছেলে। এ খবর পাওয়ার পর থেকে স্বজনদের কান্না থামছে না।
পরিবার ও নিজের ভাগ্য বদলাতে ২০১৫ সালে কলিং ভিসা নিয়ে মালয়েশিয়া পাড়ি জমান সুমন। চলতি বছরের পহেলা জানুয়ারি দেশটিতে মোটরসাইকেলে চরে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয় সুমন।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর থেকে জীবন- মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে যায় সে।
হাসপাতালের বকেয়া পরিশোধ করে উন্নত চিকিৎসা নিতে গুনতে হচ্ছে অনেক টাকা। সুমনের পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় এই বিল পরিশোধ করা সম্ভব হচ্ছে না। স্ত্রী আশা মনি ও সন্তানরা বলেছেন, সুমনের অবস্থা উন্নত হচ্ছে না কোনক্রমেই তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রয়োজন। ইতিমধ্যেই স্বজনদের কাছ থেকে কিছু টাকা ধার করে পাঠানো হয়েছে। মালয়েশিয়ায় তার কোন নিকট আত্মীয় না থাকার কারণে সেবা করে তার চিকিৎসা বা খরচ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সুমন এর কিছু হলে তার পরিবার পথে বসার উপক্রম হবে বলে ধারণা করছেন এলাকাবাসী।

Play Video

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button