১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যবসায়ীর পিকআপভ্যান আটকে ‘চাঁদা’ নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

রংপুর নগরীতে এক ব্যবসায়ীর তামাক পরিবহনের পিকআপভ্যান আটকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদের বিরুদ্ধে।

ভুক্তভোগী ব্যবসায়ী রানী বিড়ি ফ্যাক্টরির পরিচালক মোতাহার হোসেন কাজল হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। এ ঘটনায় তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৭ মে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে একটি তামাকবাহী পিকআপভ্যান আমার গোডাউনে আসার পথে নগরীর সাহেবগঞ্জ বাজারে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাহিদুল ইসলাম নাহিদের নেতৃত্বে ৩-৪ জন গাড়িতে থাকা কর্মচারীর কাছে চাঁদা দাবি করে। পরে কর্মচারীরা আমাকে ফোনে বিষয়টি জানায় এবং সে সময় নাহিদ ফোনে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে ঘটনা সামাল দিতে আমি নাহিদের দেওয়া বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠালে গাড়িটি ছেড়ে দেয়। এ অভিযোগপত্রে তিনি দলের নেতাদের কাছে ব্যবসায়ী সমাজকে নির্বিঘ্নে ব্যবসা করার পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা চেয়ে অনুরোধ জানিয়েছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মোতাহার হোসেন বলেন, এ ঘটনার পর একাধিক বিড়ি ফ্যাক্টরি মালিকের কাছে তিনি এরকম অভিযোগ শুনতে পান। পরে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশাল তালুকদারকে জানালে তিনি জেলা কমিটির নেতাদের লিখিত অভিযোগ করার পরামর্শ দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাহিদুল ইসলাম নাহিদ বলেন, মোতাহার হোসেন কাজলের তামাকের গাড়ি স্থানীয়রা আটক করলে তিনি আমাকে ফোন দিয়ে সেখানে যেতে বলেন। পরে আমি সেখানে গিয়ে ছেলেদের চা খাওয়ানোর জন্য কিছু টাকা দিতে বললে তিনি পাঁচ হাজার টাকা আমার বিকাশে পাঠান। এটাই এখন আমার অপরাধ।

তিনি আরও বলেন, অভিযোগকারী কাজল আমার কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। তিনি ও আহ্বায়ক মিলে আমার বিরুদ্ধে কাজ করছেন।

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নূর হাসান সুমন কালবেলাকে বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। দলের পরিচয় ব্যবহার করে অপকর্ম করলে যত বড় নেতাই হোক না কেন সে ছাড় পাবে না।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

আপনিও পেতে পারেন ৯ কোটি টাকা থাকে যদি পুরনো ১ টাকার কয়েন

ব্যবসায়ীর পিকআপভ্যান আটকে ‘চাঁদা’ নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

আপডেট সময়ঃ ০৪:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

রংপুর নগরীতে এক ব্যবসায়ীর তামাক পরিবহনের পিকআপভ্যান আটকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদের বিরুদ্ধে।

ভুক্তভোগী ব্যবসায়ী রানী বিড়ি ফ্যাক্টরির পরিচালক মোতাহার হোসেন কাজল হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। এ ঘটনায় তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৭ মে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে একটি তামাকবাহী পিকআপভ্যান আমার গোডাউনে আসার পথে নগরীর সাহেবগঞ্জ বাজারে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাহিদুল ইসলাম নাহিদের নেতৃত্বে ৩-৪ জন গাড়িতে থাকা কর্মচারীর কাছে চাঁদা দাবি করে। পরে কর্মচারীরা আমাকে ফোনে বিষয়টি জানায় এবং সে সময় নাহিদ ফোনে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে ঘটনা সামাল দিতে আমি নাহিদের দেওয়া বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠালে গাড়িটি ছেড়ে দেয়। এ অভিযোগপত্রে তিনি দলের নেতাদের কাছে ব্যবসায়ী সমাজকে নির্বিঘ্নে ব্যবসা করার পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা চেয়ে অনুরোধ জানিয়েছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মোতাহার হোসেন বলেন, এ ঘটনার পর একাধিক বিড়ি ফ্যাক্টরি মালিকের কাছে তিনি এরকম অভিযোগ শুনতে পান। পরে হারাগাছ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশাল তালুকদারকে জানালে তিনি জেলা কমিটির নেতাদের লিখিত অভিযোগ করার পরামর্শ দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাহিদুল ইসলাম নাহিদ বলেন, মোতাহার হোসেন কাজলের তামাকের গাড়ি স্থানীয়রা আটক করলে তিনি আমাকে ফোন দিয়ে সেখানে যেতে বলেন। পরে আমি সেখানে গিয়ে ছেলেদের চা খাওয়ানোর জন্য কিছু টাকা দিতে বললে তিনি পাঁচ হাজার টাকা আমার বিকাশে পাঠান। এটাই এখন আমার অপরাধ।

তিনি আরও বলেন, অভিযোগকারী কাজল আমার কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। তিনি ও আহ্বায়ক মিলে আমার বিরুদ্ধে কাজ করছেন।

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নূর হাসান সুমন কালবেলাকে বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। দলের পরিচয় ব্যবহার করে অপকর্ম করলে যত বড় নেতাই হোক না কেন সে ছাড় পাবে না।