অন্যান্য

রক্ত দানে আমরা ময়মনসিংহের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী

বিশেষ প্রতিনিধিঃ

Play Video

আজকের তরুণ আগামী দিনের ভবিষ্যত। প্রজন্ম থেকে প্রজন্ম তারুণ্যের মধ্যেই সর্বদা লুকায়িত সব বাধা-বিপত্তি, অপসংস্কৃতির বিরুদ্ধে গর্জে ওঠার উজ্জীবিত শক্তি। বৃদ্ধের প্রজ্ঞা, পরামর্শ আর তারুণ্যের শক্তি একটি জাতির সমৃদ্ধি অর্জনের সবচেয়ে বড় অ*স্ত্র হয়ে থাকে। তাই বলা হয়, ‘তারুণ্যেই শক্তি, তারুণ্যেই মুক্তি’।

Play Video

তারুণ্যই আমাদের পথ দেখায়। এটি এমনই এক প্রাণশক্তি, যার আশ্চর্য জাদুস্পর্শে সব বাঁধা ডিঙাতে পারে মানুষ। এমনি কিছু অদম্য তরুণের হাত ধরে “মুমূর্ষু রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্তদানে”  এই স্লোগানে “রক্তদানে আমরা ময়মনসিংহ” এর পথচলা শুরু হয় ২৮শে জানুয়ারি ২০১৮ সালে।

Play Video

২০১৮ থেকে ২০২৩ দীর্ঘ ৬ বছরে সংগঠন টি ৩০৬২২ ব্যাগ রক্ত ম্যানেজ করে দিয়েছে যা এযাবৎকালের স্মরণীয়। সংগঠন টি শুধু রক্ত ম্যানেজ করা নিয়েই নেই এর পাশাপাশি সামাজিক সচেতনতা, করোনাকালীন সময়ে নিঃস্বার্থ ভাবে সকলের পাশে দাঁড়ানো, বন্যার সময় বন্যার্তদের পাশে দাঁড়ানো, শীতে শীতবস্ত্র বিতরণ, মাদ্রাসা-মসজিদে সকল প্রকার সাহায্য সহযোগিতা, রমজানে ইফতার সামগ্রী,  ঈদের সময় ঈদ উপহার দিয়ে সকলের পাশে রয়েছে।

Play Video

রক্তদানে আমরা ময়মনসিংহ সংগঠনটির গতকাল ছিলো ৬ষ্ঠ বার্ষিকী অনুষ্ঠান।  কনকনে এই শীত উপেক্ষা করে আমাদের প্রায় দেড় শতাধিক ভলান্টিয়ার একত্রিত হয়। দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের “শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে” প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ইকরামুল হক টিটু,সংগঠনের সভাপতি ফয়সাল রানা,সাধারণ সম্পাদক তৌসিফ শাহরিয়ার, প্রধান সমন্বয়ক তিন জন আরিফুর রহমান আরিফ,সম্পা খানম,হাসিবুল ইসলাম সহ সংগঠনের উপদেষ্টা সিদরাতুল মুনতাহা জেনী, মেহেদী হাসান রনি,আলমগীর ভাই উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য রাখেন।এ সময়ে আরো একত্রিত হয় – পনেরোটি সংগঠন এর প্রায় ৩০ জন অতিথি। সকলের অনুভূতি ও শুভেচ্ছা বক্তব্যের পর তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। আমাদের ভলান্টিয়ারদের মাঝে সেরা ডোনারদাতা, সেরা আপডেট দাতা, সেরা অনলাইন এক্টিভিটি, সেরা অফলাইন এক্টিভিটি সহ ৪০ এর অধিক সম্মাননা তুলে দেওয়া হয়, যা সকলের কাজের গতি বাড়াতে সর্বাত্মক কাজ করবে বলে আশা করে সংগঠন টি।

Play Video

পরিশেষে সভাপতির বক্তব্য ও ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে ও রাতে অসহায়দের মাঝে খাবার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় উৎসব মুখর এই দিনের।

Play Video

আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাক #রক্তদানে_আমরা_ময়মনসিংহ এই কামনা সবসময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button