অন্যান্য

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডে রেদওয়ানের অসামান্য  সাফল্য

 

Play Video

হাবিবুর রহমান হাবিব,
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

Play Video

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ২০২৩ এর “বিজ্ঞান” বিভাগে জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জন করে সারা বাংলাদেশে ৮ জনের মধ্যে একজন  হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ বগুড়ার  এসএসসি ২০২৪  এর পরীক্ষার্থী  মো: রেদওয়ান আহম্মেদ। সে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩ এর জাতীয় পর্যায়ে “গণিত ও কম্পিউটার” বিভাগে “খ” গ্রুপে ২য় হয়ে মাননীয় শিক্ষা মন্ত্রী ডা: দিপু মনির নিকট থেকে পুরস্কার গ্রহণ করে।

Play Video

তার জীবনের স্বপ্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের সাথে উত্তীর্ণ হয়ে ঢাকার সুনামধন্য নটরডেম কলেজে পড়াশোনা করা এবং বাংলাদেশ প্রকৌশল  বিশ্ববিদ্যালয়ে(BUET) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(EEE) এ পড়াশোনা করে একজন ইঞ্জিনিয়ার হিসেবে বিশ্বের গবেষণায় অবদান রাখা।
সে বগুড়ার শেরপুর উপজেলার হামছায়াপুর এলাকার  আজিজুর রহমান ও নুরুন্নাহার দম্পতির  একমাত্র ছেলে।
রেদওয়ানের বাবা তার ছেলের সফলতার জন্য আনন্দিত ও তার উজ্জ্বল  ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেন।

Play Video

Play Video

Play Video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button