নাজমুল হুদা, নীলফামারীঃ
নীলফামারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমূহে অধিকতর অন্তর্ভুক্তির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে আরডিআরএস বাংলাদেশ নীলফামারী এর আয়োজনে নীলফামারী সদর উপজেলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রদীপ কুমার রায় ম্যানেজার (সামাজিক উন্নয়ন) আরডিআরএস বাংলাদেশ রংপুর, উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ, আরডিআরএস বাংলাদেশ নীলফামারীর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার মনজুর কাদের প্রমূখ।